বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঠাকুরগাঁওয়ে স্কুল মাঠে গম চাষ

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে স্কুল মাঠে গম চাষ

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্কুল মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার কথা থাকলেও সেখানে করা হয়েছে গম চাষ। বাতাসে দুলছে গমের শীষ। এমনই বিচিত্র কাণ্ড ঘটেছে ঠাকুরগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

 বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ গমের চাষ করা হয়েছে। সীমানা প্রচীর দিয়ে ঘেরা এই প্রাথমিক বিদ্যালয় । বিদ্যালয় ভবনের বারান্দা থেকে সীমানা প্রাচীর পর্যন্ত লাগানো করা হয়েছে গমের আবাদ। স্কুল মাঠটি দেখে মনে হবে কোনো আবাদি জমি। পশ্চিম পাশে থাকা শহীদ মিনার ঘেঁষেই স্বল্প জায়গা রাখা হয়েছে ভবনে প্রবেশের জন্যে।

 ১৯৫৪ সালে শিক্ষানুরাগী খোস মোহাম্মদ ও তার তিন ভাই মিলে হরিনমারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দান করেন ২.৩ একর আয়তনের এই জমি।  সম্প্রতি দাতাদের উত্তরসূরিরা গমের চাষাবাদ করা স্কুল মাঠের এই অংশটুকু বলে দাবি করছেন নিজেদের বলে।
 মাঠের জন্য পর্যাপ্ত জায়গা রেখেই তৈরি হয়েছে স্কুল ভবন। প্রতিষ্ঠার পর থেকেই সেই মাঠটি মুখর ছিলো শিক্ষার্থীদের কোলাহলে। কিন্তু এতোদিন পর কেন সেটি পরিণত: হলে গম ক্ষেতে, কারাইবা এখানে বুনলো গমের বীজ?

বাইট, গম যারা বুনেছে তাদের বক্তব্য, কেন তারা এটিকে গম ক্ষেতে পরিণত” করলেন।
ভয়েস: জায়গাটি স্কুলের জন্যেই দান করা, সেখানে তৈরি হয়েছে সরকারি ভবনও। সেই সূত্রে পুরো প্রাঙ্গণটিই এখন সরকারি সম্পত্তি। তা সত্ত্বেও কোন আইনে বা ক্ষমতার বলে স্কুল মাঠ পরিণত: হলো গম ক্ষেতে। সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক এবং সুধীজন।

সর্বশেষ - প্রবাস

Translate »