নিউমার্কেটে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রমাণ করে দেশে কোনো সরকার নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন ।
পরে, সাম্প্রতিক কয়েকটি বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘ নিউমার্কেটে সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে, দেশে আসলে কোনো সরকার নেই। এই সরকার যে সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং তারা রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই মৃত্যুর জন্য তারাই দায়ী।’
এ সময় বিএনপির সরকার পতন আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও জবাব দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে, অবৈধ সরকার তারা, দেশ পরিচালনায় তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
এছাড়া, বিএনপিকে নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ভুল উদ্ধৃতি দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব।