সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার মুখ খুললেন সালাউদ্দিন

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৮, ২০২২ ৫:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগ যত এগিয়েছে ততই ম্লান হয়েছে তাদের পারফরম্যান্স। দল সুপার লিগে উঠলেও শিরোপা জেতার সম্ভাবনা থেকে বেশ পিছিয়ে পড়েছে তারা। এ জন্য দলের আনফিট খেলোয়ারদের দায়ী করেছেন হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

আরও পড়ুন: আবাহনী আবাহনীর মতো খেলতে পারলে চ্যাম্পিয়ন হবে: সুজন

দলের ক্রিকেটারদের হুঁশিয়ার করে কোচ বলেন, ‘আমি দলকে আমার ম্যাসেজ দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয়, তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। আশা করছি, তারা আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসবে। তাহলে নিজের জন্য ভালো হবে, দলের জন্যও।’

ক্রিকেটারদের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় আমরা কি বেশি টাকা দিয়ে দিচ্ছি নাকি?’

কোচ সালাউদ্দিন মনে করেন দলের ভালো করার ক্ষেত্রে তাড়না দরকার, ‘আমার মনে হয় দলের টিম ফিলিংসটা খুব জরুরী। আপনি যত ভালো দল করেন না কেন দলের ভেতর থেকে যদি টিম ফিলিংস না আসে তাহলে টিম রেজাল্ট করা টাফ। আপনার তো টিমের প্রতি দরদ থাকতে হবে। তারপর আপনার টিম রেজাল্ট করবে কি করবে না সেটা বোঝা যাবে। অন্তত আপনি যদি দরদ দিয়ে খেলেন তারপরও যদি দল হেরে যায় তাহলে আপনার মানসিক স্বস্তি থাকবে। সেই স্বস্তি আমি পাইনি।’

সর্বশেষ - প্রবাস

Translate »