ইউক্রেন ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন।
বাইডেনের সাম্প্রতিক ‘গণহত্যা’ বিষয়ক মন্তব্যের জেরেই এ আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বাইডেন। এ সময় ইউক্রেনে গণহত্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি।
এ প্রসঙ্গে ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোন বলেন, ‘আমরা ইউক্রেনে শান্তি চাই। আমাদের মনে রাখা উচিত, রাশিয়া ও ইউক্রেনের জনগণ পরস্পরের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং এমন কোনো শব্দ আমাদের কখনও ব্যবহার করা উচিত নয়, যা যুদ্ধকে আরও উস্কে দিতে পারে।’
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নির্দেশ প্রদানের ২ দিন আগে, ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই এলাকা দনেতস্ক ও লুহানস্ককে (দনবাস) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
বৃহস্পতিবার ৪৯তম দিনে পৌঁছেছে রুশ বাহিনীর অভিযান। শুরুর দিকে ইউক্রেনের বিভিন্ন শহরে তৎপরতা চালালেও বর্তমানে মূলত দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলেই মনযোগ দিচ্ছে রুশ বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলে ইতোমধ্যে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।