বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পৈত্রিক জমি বিক্রি করে দাঁড়ালেন আর্তের পাশে

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
পৈত্রিক জমি বিক্রি করে দাঁড়ালেন আর্তের পাশে

Spread the love

  

 

 পঞ্চগড় প্রতিনিধি: এ হচ্ছে সেই ব্যক্তি, যেমানুষটি করোনাকালে গরিব মানুষকে খাদ্যসহায়তা দিতে গিয়ে বিক্রিকরেছেন পৈত্রিক জমি। যখনই বিপদেপড়ে সাধারণ মানুষ, সংবাদ পেলেই ছুটে যান তারপাশে। অকাতরে করেন সাহায্য।তিনি পঞ্চগড়ের ফাটাকেষ্ট বলে খ্যাত কাজিআল তারিক।

গরীবেরবিয়ের প্রধান মেহমান ওই একজনই। কন্যাদায়গ্রস্তরা পিতাদের ভরসাস্খলও ওই ফাটিাকেষ্ট। পর্যন্ত বিয়ে দিয়েছেন শতাধিকদরিদ্র তরুনীকে।

এলাকারমাদক দ্রব্য দূরীকরণে তার রয়েছে উল্লেখযোগ্যসাফল্য। মাদক নয়, খেলাধুলা।এই স্লোগানে পৃষ্ঠপোষকতা করেন পাড়ার ক্লাবআর সংগঠনকে।

তিনিখুলেছেন বেশে কিছু কোরআনশিক্ষা কেন্দ্র, যেখানে  পবিত্রকোরআন শিখছেন নারী এবং বয়স্করা।

বিচারশালিশে এমন কোনো বিচারকআছেন, যার উপস্থিতিতে খুশিহন বাদি এবং বিবাদিউভয় পক্ষ? ন্যায্য বিচারক হিসেবে তিনি কুড়িছেন সুখ্যাতি।

 সকাল থেকে গভীর রাত। তারিকেরবৈঠকখানায় চলে মানবস্রোত। দিন রাত ধরে সাধারণ মানুষ নিয়ে পড়ে থাকাএই স্বামীটিকে নিয়ে গর্বিত ফাটাকেষ্টেরস্ত্রী…. (নামটা লাগবে)।

কি বললেন কাজী আল তারিক, যখন তাকে মানুষ উপাধিদিয়েছে পঞ্চগড়ের ফাটাকেষ্ট?

কাজীআল তারিক পেশায় একজন রাজনীতিবিদ, পদেউপজেলা ভাইস চেয়ারম্যান এবংপৌর আওয়ামীলীগের প্রেসিডেন্ট। কিন্তু পেশা পদবীকেছাড়িয়ে তিনি একজন নিবেদিতপ্রাণসমাজকর্মী। যেখানে অন্যায়, যেখানে অবিচার। সেখানেই পঞ্চগড়ের ফাটাকেষ্ট।

সর্বশেষ - প্রবাস

Translate »