রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পদত্যাগ করলেন অস্কারজয়ী উইল স্মিথ

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৩, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

Spread the love

অস্কার মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার ঘটনায় একাডেমি অফ মোশন পিকচার্স থেকে পদত্যাগের ঘোষণা দিলেন উইল স্মিথ। শুক্রবার এক বার্তায় সংগঠনের সদস্য পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এসময় স্মিথ জানান, গেল সপ্তাহের চড় কাণ্ডের জন্য কর্তৃপক্ষের নেয়া যেকোন পরিণতির জন্য প্রস্তত তিনি।

বার্তায় সহিংসতা থেকে বিরত থাকতে নিজের মধ্যে পরিবর্তন আনার কথাও জানান স্মিথ।

এরফলে এখন থেকে অস্কার মনোনয়নে আর ভোট দিতে পারবেন না তিনি। তবে পুরস্কারের জন্য মনোনীত হতে পারবে তার কাজ।

রবিবার রাতে অস্কারের ৯৪ তম আসরে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে স্ত্রীকে নিয়ে রসিকতা করায় উপস্থাপক ক্রিস রককে উইল স্মিথের চড় মারার বিষয়টি।

এরকিছুক্ষণ পরই অবশ্য আসরের সেরা অভিনেতার পুরস্কার জেতেন স্মিথ।

এদিকে, স্মিথের পদত্যাগপত্র গ্রহণের কথা নিশ্চিত করেছে মোশন পিকচার্স। পাশাপাশি একাডেমির নিয়ম ভঙ্গের জন্য স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এক বিবৃতিতে বলেছেন, তিনি স্মিথের তাৎক্ষণিক পদত্যাগপত্র পেয়েছেন এবং গ্রহণ করেছেন।

আগামী ১৮ এপ্রিল পরবর্তী নির্ধারিত বোর্ড সভার আগে, একাডেমির আচরণের মান লঙ্ঘনের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত। এই রোগ হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মানতে পারেননি স্মিথ। আর তাই তিনি মেজাজ হারিয়েছিলেন। অবশ্য এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ। তবুও এক চড়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এ জন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস। যেটি সহ্য করতে পারেননি স্মিথ।

সূত্র: সিএনএন

সর্বশেষ - প্রবাস

Translate »