দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে রোজা শুরু হচ্ছে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। আজ রাত থেকে তারাবির নামাজ শুরু হবে।
রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এ মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।