বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আড়াই বছর অফিস না করেই নিচ্ছেন বেতন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৪, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ
আড়াই বছর অফিস না করেই নিচ্ছেন বেতন

Spread the love

সুনামগঞ্জের প্রত্যন্ত শাল্লা উপজেলার বেপরোয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের এতো ক্ষমতা! প্রায় আড়াই বছর ধরে অফিস না করেই বেতন নিচ্ছেন তিনি।

শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজিজুর রহমান। ২০১৯ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে করোনা-পরবর্তী স্কুল খোলার পর সরকার শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নিলেও এ উপজেলায় তা বাস্তবায়িত হচ্ছে না।

বিষয়টি প্রত্যক্ষ করে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় তাঁকে নিয়ে আলোচনার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এসবের থোড়াই কেয়ার করে এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মোক্তাদীর হোসেন বলেন, ‘শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতির কারণে আমাদের উপজেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করেছি। এখনো তিনি কর্মস্থলে আসছেন না। তিনি কাউকেই পাত্তা দিচ্ছেন না।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে আমরা বিব্রত। তাঁকে অফিসে এসে নিয়মিত কাজ করার কথা বলায় তিনি আমাকে ফোনে দেখে নেওয়ার হুমকি দেন ও গালিগালাজ করেন। আমি থানায় জিডির পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে নেই। তাঁকে কর্মস্থলে আসার কথা বারবার বলা হলেও শুনছেন না। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সর্বশেষ - প্রবাস

Translate »