বুধবার , ১৬ মার্চ ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আরও সৈন্য পাঠাচ্ছে ন্যাটো

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৬, ২০২২ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

 

মস্কোর আগ্রাসনের পর রাশিয়াকে নিরস্ত করার নতুন উপায়ের পরিকল্পনা তৈরি করতে আজ বুধবার (১৬ মার্চ) সামরিক কমান্ডারদের নির্দেশ দেবে ন্যাটো। যার মধ্যে থাকবে পূর্ব ইউরোপে আরও সৈন্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো। কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ জোটের নেতারা ব্রাসেলসে জড়ো হবেন। তার ঠিক এক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রীরা ন্যাটো সদর দফতরে সামরিক পরামর্শের আদেশ দেবেন।
মন্ত্রীরা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের কাছ থেকেও শুনবেন। রেজনিকভ পৃথক ন্যাটো দেশগুলোর কাছ থেকে আরও অস্ত্রের জন্য আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। কারণ, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে এবং রুশ সামরিক বাহিনী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে চায়।

গতকাল মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘এই নতুন বাস্তবতা মেনে নিয়ে আমাদের সামরিক ভঙ্গি পুনরায় সাজাতে হবে। দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য মন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত