শনিবার , ২৪ জুলাই ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাপান থেকে আজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৪, ২০২১ ৭:১৯ পূর্বাহ্ণ
জাপান থেকে আজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে

Spread the love

বাংলাদেশকে উপহার হিসাবে দেওয়া করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা আসছে আজ। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান। এটি বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, আজ বিকাল সোয়া ৩টায় প্যাসিফিক এয়ারওয়েজের ফ্লাইট নং সিএক-০৪৯-এ এ টিকা দেশে এসে পৌঁছবে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক উপহারের টিকা গ্রহণ করবেন।

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ওই টিকা হস্তান্তর করবেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। টিকা গ্রহণের সময় পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদ্বয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশেদ আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থকেবেন। কোভ্যাক্সে দুভাবে টিকা সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সে টিকা কিনতে টাকা দেয়।

সর্বশেষ - প্রবাস