করফাঁকির দেয়ার কারণে চীনের শীর্ষ অভিনেত্রী ঝেং শুয়াংকে চার কোটি ৬১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। সাংহাইয়ের শুল্ক কর্তৃপক্ষ করফাঁকির জন্য এবং ২০১৯-২০২০ সালে টেলিভিশন সিরিজ থেকে আয়ের তথ্য গোপন করায় ঝেংকে শুক্রবার (২৭ আগস্ট) এ জরিমানা করে।
৩০ বছর বয়সী ঝেং আলোচনায় আসেন তাইওয়ানের নাটক ‘মিটিওর শাওয়ার’র রিমেকে অভিনয় করার পর। পরে তিনি সফলভাবে বিভিন্ন ছবি ও নাটকে কাজ করেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার নিয়ন্ত্রক ঝেংয়ের আপত্তিকর একটি টিভি নাটক সরিয়ে ফেলেছে এবং তাকে ভবিষ্যতে ওই নাটকে না নেওয়ার জন্য প্রযোজকদের নির্দেশ দিয়েছে।
ভিকি ঝাও নামে পরিচিত আরেক জনপ্রিয় অভিনেত্রী ঝাওয়ের নামও একটি টিভি সিরিজ থেকে হঠাৎ সরিয়ে ফেলা হয়েছে। ঝাও এবং তার স্বামীকে এ বছরের শুরুতে সাংহাই স্টক এক্সেচেঞ্জে ব্যবসা-বাণিজ্যের জন্যও নিষিদ্ধ করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীদের নৈতিক ব্যর্থতা এবং আইনের লঙ্ঘন সমাজের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবশ্যই জনগণের সামনে একটি পরিষ্কার এবং ন্যায়সঙ্গত সাহিত্য ও শৈল্পিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবে সরকার।
সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি কলঙ্কজনক ঘটনা ঘটার পর বেইজিং কথিত ‘তারকা সংস্কৃতি’র বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বলা হয়েছে, ‘বিশৃঙ্খল ভক্ত সংস্কৃতি’ এবং ‘অতিরিক্ত তারকা খ্যাতি’ দেখানোর বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান চলবে। এ মাসের শুরুতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন গায়ক ক্রিস উ।