মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৫, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

দেশে করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুও আগের চেয়ে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। এর ফলে তিনমাস পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল দেশ। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ই ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

মঙ্গলবার (১৫ই মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২শ’ ১৭ জন। শনাক্তের হার এক দশমিক পাঁচ চার। মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯শ’ ৪২ জনের। মোট মৃত্যু ২৯ হাজার ১শ’ ১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ জন। মোট সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪শ’ ৮ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ছয় এক শতাংশ। মৃত্যুহার এক দশমিক চার নয়।

এর আগে, গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

সর্বশেষ - প্রবাস

Translate »