রবিবার , ১৩ মার্চ ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এখনও অনেক বাংলাদেশি ইউক্রেন ছাড়তে পারেননি

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৩, ২০২২ ৩:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক বাংলাদেশি নাবিকের মৃত্যুর মাধ্যমে তৈরি হয় উৎকন্ঠা। আর যে সকল ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা কেমন আছেন কী করছেন? তারা কি নিরাপদ আশ্রয় খুজে পেয়েছেন? সম্প্রতি একজন বাংলাদেশি স্পেনে ঢোকার পর জানালেন সেখানকার
ওই লোকটির বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। ২০২১ সালের ডিসেম্বরে তিনি ইউক্রেনে যান। সেখানে নিজেকে গুছিয়ে নেয়ার আগেই শুরু হল যুদ্ধ।
২৪ ফেব্রুয়ারি রাতে রাশিয়ার আক্রমনের পরই রাতের বেলা কিয়েভ ছেড়ে পোল্যান্ড বর্ডারে যাত্রা করেন। প্রায় ২১ ঘন্টা ২০ কিলোমিটার পায়ে হেটে পোল্যান্ডের সীমানায় পৌছেন। সাথে নিজের পরনের কাপড় ছাড়া কিছুই সঙ্গে আনতে পারেননি।

তিনি যখন কিয়েভ ত্যাগ করছিলেন, তখন কোনো সেনা তাকে বধা দেয়নি।
তিনি জানান পোল্যান্ড সীমান্ত চেকপোস্টে হাজার হাজার আশ্রয় প্রার্থীর তবুও দুইদিন দুই রাত খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়ার মাঝে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ইমিগ্রেশন জটিলতা শেষ করে প্রায় চার দিন পোল্যান্ডের ইমিগ্রেশনের নিরাপত্তায় ছিলেন। তারা বাংলাদেশিদের একটি আইডি কার্ডের মতো দেয় পোল্যান্ড বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের অনেক সহযোগিতা করেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে স্পেনে অবস্থান করছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »