নিজস্ব প্রতিবেদক: অদম্য বাংলার উদ্যোগে বিশ্ব নারী দিবসে সমাজের বিভিন্ন স্তরের সফল নারীদের সম্মাননা দিচ্ছে অনলাইন গ্রুপ অদম্য বাংলা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেওড়া পাড়ার একটি রেস্টুরেন্টে এই সম্মাননা দেয়া হচ্ছে। আয়োজক ও সংগঠক মহসিন খান বলেন- ‘অদম্য বাংলা’ নারীদের সম্মান করে এবং তাঁদের অবদানের স্বীকৃতি দিতে চায়। আমরা সামনে আরও নানান সামাজিক কর্মকান্ডে অংশ নেবো।’
সম্মাননা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।