শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

একদিনের ব্যবধানে ২০ লাখ টিকা আসছে সিনোফার্মের

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৭, ২০২১ ৭:৫৬ পূর্বাহ্ণ
একদিনের ব্যবধানে ২০ লাখ টিকা আসছে সিনোফার্মের

Spread the love

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ টিকা আজ শনিবার (১৭ জুলাই) রাত ১১টায় পৌঁছাবে।

একই দিন শেষে অর্থাৎ ১৮ জুলাই রাত ৩টায় সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর মধ্যে গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৯ জুন) থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। উপহার হিসেবে চীন সরকারের দেওয়া সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ - প্রবাস