সোমবার , ২৬ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৬, ২০২১ ৭:০১ পূর্বাহ্ণ
কর্মহীনদের পরিবারে চলছে চাপা হাহাকার: জিএম কাদের

Spread the love

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের রোববার এক বিবৃতিতে বলেছেন, করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে। নিরপেক্ষভাবে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন আরও কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে তিন কোটির কম নয়। জিএম কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরও বৃদ্ধির আশঙ্কা আছে। এ হার বৃদ্ধির প্রধান কারণ, মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। লকডাউনের কারণে কাজের জন্য বের হতে পারছেন না এসব পরিবারের সদস্যরা। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে খাবার মজুদ থাকে না। আবার এসব পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী অষুধ ও শিশুখাদ্য। এমন অবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কর্মহীনদের পরিবারে। এ পরিপ্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্রদের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সর্বশেষ - প্রবাস