বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পর্নোগ্রাফি নিয়ে যা বললেন সালমানের সাবেক প্রেমিকা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৮, ২০২১ ১০:২৫ পূর্বাহ্ণ
পর্নোগ্রাফি নিয়ে যা বললেন সালমানের সাবেক প্রেমিকা

Spread the love

বলিউড অভিনেত্রী সোমি আলী। নম্বইয়ের দশকে অভিনেতা সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে এখন সিনেমা থেকে দূরে এই অভিনেত্রী।

এদিকে সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ নিয়ে বলিপাড়ায় বেশ চর্চা চলছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সোমি।

এই অভিনেত্রী বলেন, ‘যৌনতা অথবা পর্নো নিয়ে কথা বলা নিষিদ্ধ জন্য এটি নিয়ে মানুষের কৌতূহলও বেশি। যতক্ষণ পর্যন্ত যৌন নিগ্রহের জন্য পাচার না করা হচ্ছে এবং যদি কেউ পর্নোগ্রাফি পেশা হিসেবে নেয়, আমার কোনো আপত্তি নেই। মূল কথা হলো কোনো বলপ্রয়োগ করা যাবে না। এছাড়া যৌনতা নিয়ে কারো নিজস্ব পছন্দতে আমাদের কারো নাক গলানো উচিত নয়। কাউকে সমালোচনা করার অধিকার আমাদের নেই। কেউ পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকলে বা পেশা হিসেবে নিলে আমার কিছু বলার নেই।’

যৌন শিক্ষার গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটির সিনেমাটিক এবং শৈল্পিক অগ্রগতি প্রয়োজন। অন্তরঙ্গতা ছাড়া কোনো অন্তরঙ্গ দৃশ্যের মানে হয় না। প্যাশন ও চুম্বন দৃশ্য ফুটিয়ে তোলার নিয়ম করা উচিত। এখনই সময়, ২০২১ সালে এসে আমরা এই জাতীয় বিষয় শৈল্পিকভাবে তৈরি এবং বিষয়গুলোকে যতটা সম্ভবত বাস্তববতার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে পারি। এটি যত বাস্তবিক হবে মানুষ ততো পর্নো নিয়ে খোলাখুলি আলোচনা করবে।’

‘আন্ত’ (১৯৯৪), ‘ইয়ার গাদ্দার’ (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। তবে অভিনয় জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। বর্তমানে ‘নো মোর টিয়ার্স’ নামে অলাভজনক একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। যৌন হেনস্তা ও ধর্ষণের শিকার হওয়া নারীদের সহযোগিতা করছেন এই অভিনেত্রী।

সোমি আলী বলেন, ‘একটি বিষয়ে জোর দিতে চাই তা হলো, আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু পর্নোগ্রাফিতে কোনো শিল্পী যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটি ছাড়া পর্নোগ্রাফি নিয়ে আমার কোনো অসুবিধা নেই।’

সর্বশেষ - প্রবাস