শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মাহাথির

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৫, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মাহাথির

Spread the love

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতাল জানিয়েছে, শারীরিক অবস্থার কাক্সিক্ষত উন্নতি হওয়ায় গত বুধবার মাহাথির মোহাম্মদকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

গত ৮ জানুয়ারি সংশ্লিষ্ট ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘শারীরিকভাবে তিনি সুস্থ। এখন তার প্রয়োজন বিশ্রাম এবং এ জন্য বাড়ি সবচেয়ে আদর্শ জায়গা।’ 

এক ভিডিও বার্তায় ডা. মাহাথির এবং তার স্ত্রী তুন সিতি হাসমাহ আলী দোয়া, ফুল ও শুভেচ্ছা কার্ড পাঠানোর জন্য জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এখন ঘরেই ডা. মাহাথির চিকিৎসা চালিয়ে যাবেন এবং ডাক্তাররা তাকে আপাতত কোনো দর্শনার্থীর সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দিয়েছেন। 

মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী ও সফল রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৬ বছর। মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো।  তিনি এর আগে হার্ট অ্যাটাক করেছিলেন। তার বাইপাস সার্জারি করা।

বর্ষীয়ান এই নেতা ২০০৩ সালের আগ পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন। তার শাসনামলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া।

মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে মাহাথির আবারও প্রধানমন্ত্রী হন।  ২০১৮ সালের ভোটে তিনি জয়ী হন। দলের ভেতরকার অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি।

প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।

সর্বশেষ - প্রবাস

Translate »