বুধবার , ১১ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিল ইউনিলিভার

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১১, ২০২১ ৯:০৯ পূর্বাহ্ণ
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিল ইউনিলিভার

Spread the love

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় সাত কোটি ১৮ লাখ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব রাশেদুল কাইয়ূম, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান শামীমা আক্তার ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা সাত কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১৪২ টাকার দুটি চেক হস্তান্তর করেন।

বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি-প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশী-বহুজাতিক মিলে ২০৭টি কোম্পানি-প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এ তহবিলে প্রায় ৫৬৫ কোটি টাকার ওপর জমা হয়েছে।

এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) বেগম সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ৫৫ বছরেরও বেশি সময় ধরে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) বাংলাদেশে ইউনিলিভারের নতুন একটি ব্যবসায় প্রতিষ্ঠান।

সর্বশেষ - প্রবাস