সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইংলিশদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ শেবাগের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৬, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
ইংলিশদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ শেবাগের

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বল বিকৃতির অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ।

লর্ড টেস্টের একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখাচ্ছে। দুইজন ইংলিশ খেলোয়াড় দাঁড়ানো। একজন জুতার তলা দিয়ে বলে ঘষা দিয়ে পালিশ করার চেষ্টা করছেন। ছবিটি টুইট করেছেন শেবাগ নিজেও।

জাতীয় দলের হয়ে একশোরও বেশি টেস্ট খেলা এই ওপেনারের ঝুলিতে রয়েছে ৮ হাজার ৫৮৬ রান। তিনি প্রশ্ন রাখেন, কী হচ্ছে! ইংল্যান্ডের খেলোয়াড়রা কি বল বিকৃত করছে নাকি কোভিড প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে?

এই ঘটনা ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ঘটে। শেবাগের মতো অনেকেই পোস্ট করে তদন্ত করার আহ্বান জানিয়েছেন আইসিসির কাছে।

এদিকে প্রথম ইনিংসে ৩৬৪ রান করে। জবাবে ৩৯১ রান তুলেতে সক্ষম হয় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ করেছে ভারত। সোমবার (১৬ আগস্ট) পঞ্চম দিনে ১৫৪ রানে এগিয়ে থেকে মাঠে নামবে সফরকারীরা। হাতে রয়েছে ৪ উইকেট।

সর্বশেষ - সাহিত্য

Translate »