বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তালেবান ঠেকাতে হাতে বন্দুক নেয়া আফগানিস্তানের সেই মহিলা গভর্নর আটক

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২১ ৯:৪৮ পূর্বাহ্ণ
তালেবান ঠেকাতে হাতে বন্দুক নেয়া আফগানিস্তানের সেই মহিলা গভর্নর আটক

Spread the love

তালেবানের তাণ্ডবে যখন আফগানিস্তানের একের পর এক রাজনৈতিক নেতা পালিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, চোয়াল শক্ত করে তালেবানকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। আফগানিস্তানের সেই মহিলা গভর্নর সালিমা মাজারি এখন তালেবানের হাতে বন্দি।

আশরফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিন জন মহিলা গভর্নর ছিলেন তাদের মধ্যে এক জন সালিমা। একের পর এক প্রদেশ যখন বিনা বাধায় তালেবানের দখলে চলে যাচ্ছিল, বল্‌খ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন বন্দুক।

দেশের অন্যান্য প্রদেশ বিনা যুদ্ধে দখল করলেও বল্‌খ প্রদেশে সালিমা বাহিনীর কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তালেবানদের। দুপক্ষের তুমুল সংঘর্ষ হয় ঠিকই, কিন্তু তালেবানের বিপুল লোকবলের কাছে এঁটে উঠতে পারেননি শেষ পর্যন্ত। বল্‌খ প্রদেশের পতন হয়। একই সঙ্গে সালিমার চাহার কিন্ট জেলাও দখল করে নেয় তালেবান।

গোটা দেশের মধ্যে চাহার কিন্টই ছিল একমাত্র মহিলা পরিচালিত অঞ্চল যা কোনও দিন কোনও জঙ্গিগোষ্ঠীর কাছে বশ্যতা স্বীকার করেনি। নিজের শেষ শক্তি দিয়ে বল‌্‌খ প্রদেশ এবং চাহার কিন্টকে আগলে রাখার চেষ্টা করেছিলেন সালিমা। কিন্তু শেষ রক্ষা হয়নি। এই মহিলা গভর্নরকে বন্দি বানানো হয়েছে বলে বিভিন্ন সূত্র মারফৎ দাবি করা হচ্ছে।

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন সালিমা। মহিলাদের মধ্যে তাঁর প্রভাব ছিল অনেকটাই।

তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নিয়ে ৩০ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন সালিমা। তালেবানের বিরুদ্ধে লড়াই চালানো তার কাছে নতুন কিছু নয়। সালিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিজের দপ্তরের কাজও যেমন সামলেছি, পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিতে হাতে বন্দুকও তুলে নিয়েছি। সূত্র: ইন্ডিয়া টাইম

সর্বশেষ - প্রবাস