কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবান নেতারা। ক্ষমতা পাকাপোক্ত করতে মোল্লাহ আবদুল গনি বারাদারসহ তালেবানের শীর্ষ নেতারা আজ রাজধানী কাবুলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।
এর আগে গত রবিবার দেশ ছেড়ে পালান আশরাফ গনি। তিনি কোথায় গিয়েছিলেন বা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। তবে বুধবার আবু ধাবিতে তাকে দেখা গেছে বলে জানা গেছে। যাচাই করা যায়নি এমন একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।
তালেবান কাবুল দখলের পর উজবেকিস্তান বা তাজিকিস্তানের মতো একটি প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন। আবার বলা হয়, তিনি ওমানের দিকে যাচ্ছিলেন। কিন্তু এবার জানা গেল, গত বুধবার তাকে আবু ধাবিতে দেখা গেছে। চলে যাওয়ার গনি ফেসবুক বার্তায় বলেন, রক্তপাত এড়ানোর জন্য, আমি ভেবেছিলাম চলে যাওয়া ভালো হবে।
সূত্র: বিবিসি।