গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে অভিষেক টেস্টে ইতিহাস গড়েন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান কাইল মায়ার্স।
টেস্টের চতুর্থ ইনিংসে রান করাই চ্যালেঞ্জিং। চট্টগ্রাম টেস্টে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে কাইল মায়ার্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে দাপটের সঙ্গেই ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ ইনিংসে টেস্টের ইতিহাসে রেকর্ড ষষ্ঠ সর্বোচ্চ ২১০ রানের হার না মানা ইনিংস খেলেন মায়ার্স। ক্যারিবীয় এই তারকা ক্রিকেটারকে ৫০ লাখ ভিত্তিমূল্যে দলে নিয়েছে আইপিএল ১৫তম আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ।
মায়ার্স নিলামে দল পেলেও ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, কেনার লুইস, রোস্টন চেজ, আলজারি জোসেফ, শেলডন কটরিলরা দল পাননি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে অবিক্রীত রয়েছেন বিভিন্ন দেশের একাধিক তারকা ক্রিকেটার।
রোববার দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর একটি হোটেলে শুরু হয় দ্বিতীয় দিনের নিলাম।
প্রথম দিনের নিলামে দল পাননি সাকিব আল হাসান, ডেভিড মিলার, স্টিভ স্মিথ, সুরেশ রায়না, অমিত মিশ্র, উমেশ যাদব, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, মুজিব উর রহমান, ডেভিড মিলার, ইমরান তাহির, স্যাম বিলিংস।
গত দিনের মতো আজও অপ্রত্যাশিতভাবে দল পাননি ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান, জিমি নিশাম ও লুঙ্গি এনগিডিরা।
গতকাল নিলামে অবিক্রীত থাকেন ২ কোটি ভিত্তি মূল্যে থাকা বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
রোববার দল পাননি ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান। তিনি আইপিএলের গত আসরে নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু আইপিএলের এবারের আসরে দেড় কোটি ভিত্তি মূল্যে থাকা মরগানকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দেড় কোটি মূ্ল্যে থাকা ভারতের তারকা পেসার ইশান্ত শর্মাও নিলামে অবিক্রীত।
দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা পেগার লুঙ্গি এনগিডি। ২০ লাখ বেস প্রাইজে থাকা শচিন ববি ও বিরাট সিং।
দল পাননি ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ভারতীয় টেস্ট তারকা করুন নায়ার। দল পাননি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ইস সৌদি, নিল কোল্টার নিল, ক্রিস জর্ডান, মার্নাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও ডেভিড মালান।
প্রসঙ্গত, শনিবার প্রথম দিন ৯৭ জন খেলোয়াড়ের নিলাম হয়।