শুক্রবার , ২৭ আগস্ট ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৭, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ
কিভাবে ঘরেই ত্বক ও চুলের যত্ন নিবেন, পরামর্শ প্রিয়াঙ্কার

Spread the love

অবাক করা হলেও সত্যি, বহু সেলিব্রেটি দামি প্রসাধনী ব্যবহার করার চেয়ে ত্বক ও চুলের যত্নে ঘরোয়া পদ্ধতি মেনে চলতেই বেশি পছন্দ করেন। তেমনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রূপচর্চার ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্যের চেয়ে ঘরোয়াভাবেই যত্ন নেয়ার পক্ষপাতী।

ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রূপচর্চা করেন সে বিষয়ে প্রিয়াঙ্কা জানান, ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখেন সামুদ্রিক লবণ, গোলাপজল ও গ্লিসারিনের ওপর।

তিনি আরও বলেন, ‘আমি টক দই নিয়ে তৈরি ফেসিশাল ব্যবহার করি। সঙ্গে থাকে ওটমিল। একটি পাত্রে সমপরিমাণ ওটস ও টক দই নিই। দুটির পরিমাণই ১ থেকে ২ চামচ। তাতে মেশাই ১ থেকে ২ চা চামচ হলুদ। ভালো করে মেশাই। তারপর মুখে মেখে অপেক্ষা করি ৩০ মিনিট। আধ ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলি। টক দই আমার ত্বক উজ্জ্বল করে। ক্লান্তির ছাপ দূর করে।’

চুলের জন্য ছোট থেকেই নারকেল তেলের গুণে বিশ্বাসী প্রিয়াঙ্কা। এখনও নিয়মিত নারকেল তেলে ম্যাসাজ করেন চুল। তিনি জানিয়েছেন, তিনি টক দই মেখে স্নান করেন। এতে তার শরীরে পানির অভাব মেটে। শাওয়ারের তলায় দাঁড়িয়ে প্রথমে শরীর ভিজিয়ে নেন। তারপর সাবান মাখার পরিবর্তে তিনি মাখেন টক দই। তিন মিনিট অপেক্ষা করেন। তারপর ধুয়ে ফেলেন ভাল করে। শুধু শরীরে নয়। স্কাল্পেও মাখেন টক দই। তাতে খুশকি চলে যায়।

সর্বশেষ - প্রবাস