ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টে লজ্জার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাক্কায় ৩ নম্বরে নেমে গেলেন কোহলিরা। লর্ডস টেস্টের পর শীর্ষে ছিলেন তারা। হেডিংলে টেস্টের পরই ২ ধাপ নেমে যেতে হলো ভারতের।
ইংল্যান্ড সফর দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব শুরু করে ভারতীয় ক্রিকেট দল। ট্রেন্ট ব্রিজে থম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্ট জেতে ভারত। লর্ডস টেস্ট জেতার পর ২ টেস্টে ১৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে চলে যান কোহলিরা। যেখানে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ ১২ পয়েন্ট সংগ্রহ করে ভারতের পরে থাকে। হেডিংলি টেস্টে হারের পরই তিন নম্বরে নেমে যান রাহানেরা। চার নম্বরে আছে ইংল্যান্ড।
ক্যারিবিয়ান সফরে সিরিজ ১-১ করে পাকিস্তান। দুই দলেরই সংগ্রহ ১২ পয়েন্ট। কিন্তু পার্সেন্টেজে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে সরিয়ে এক নম্বরে এখন পাকিস্তান। ২ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮.৮৮ শতাংশ পেয়ে তিনে ভারত। একই পার্সেন্টেজে চার নম্বরে রুটরা। উল্লেখ্য, স্লো ওভাররেটের জন্য ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই ২ পয়েন্ট করে কাটা গিয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জেতেন কেন উইলিয়ামসনরা। প্রথম পর্বে দুর্দান্ত পারফর্ম করেন কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও ভারতের অস্ট্রেলিয়া সফর স্মরণীয় হয়ে থাকবে। কোভিড-১৯ এর পর পয়েন্ট সিস্টেমে বদল এনেছিল আইসিসি। যার জন্য অস্ট্রেলিয়া সফরে জিততেই হত ভারতকে। শুধু তাই নয়, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও জিততে হত কোহলিদের।
সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারলেও সিরিজের বাকি ৩টে টেস্ট জেতে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের ফাইনাল হবে ২০২৩ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড সফরের পর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। নভেম্বরে হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। ফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে কোহলিদের সামনে। এরপরই ডিসেম্বরে প্রোটিয়া সফরে উড়ে যাবে ভারত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলবেন কোহলিরা। দেশে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলবে ভারত। এরপরই রয়েছে ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সিরিজ। দেশের মাঠে বর্ডার-গাভাসকর সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলবেন কোহলিরা। বাংলাদেশ সফরে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলে চ্যাম্পিয়নশিপের লিগ পর্ব শেষ করবে ভারত।