বিনোদন ডেস্ক
শিখেছিলেন শাস্ত্রীয় সংগীত। মুম্বাইয়ে যান পড়তে। নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছিল তাঁকে। কিন্তু পরে ছবিটাই আর হয়নি। তবে নূপুর থেমে থাকেননি। এখন তিনি অভিষেকের অপেক্ষায়। নূপুর শ্যাননের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি সেটাই বলে।
গতকাল ইনস্টাগ্রামে নূপুর যে ছবি পোস্ট করেন, সেই একই ছবি দেখা গেল নওয়াজুদ্দিন সিদ্দিকীর ইনস্টাতেও। ছবিতে নওয়াজ ও নূপুর হাসছেন। পেছনে সকালের সূর্যালোক গড়িয়ে পড়ছে তাঁদের গায়ে। নূপুর এখনো বলিউডে পা রাখেননি। নওয়াজ বলিউডের পোস্টার বয়। দুজনের একই ছবি পোস্ট করার কারণ কী?
ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ বলছে, আর কিছু নয়। বোন কৃতি শ্যাননের পথ ধরেছেন নূপুর। বলিউডে অভিষেক হচ্ছে তাঁর। পাঞ্জাবি একটি ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে। আর অভিষেকেই তাঁর সঙ্গী বলিউডের নামকরা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
পাঞ্জাবি ছবি ‘কালা শাহ কালা’–এর রিমেক হচ্ছে হিন্দিতে, নাম ‘নুরানি চেহরা’। ছবির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মিডিয়াতে কাজ বলতে নূপুরের ঝুলিতে আছে ‘ফিলহাল’ ও ‘ফিলহাল টু’ গানের ভিডিও চিত্রে অভিনয়। সেখানে সঙ্গী বলিউডের আরেক তারকা অক্ষয় কুমার। বোন কৃতি শ্যানন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ‘মিমি’ ছবিতে কৃতির অভিনয় ছুঁয়ে গেছে দর্শকের মন। এবার বোন নূপুরের পালা। শুরু থেকেই বোনের পথে পা বাড়াননি নূপুর। মুম্বাইয়ে তিনি এসেছিলেন পড়তে। ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করার ইচ্ছা ছিল। তবে পারফর্মিং আর্টে তৃষ্ণা যাঁর, তাঁকে কি অন্য কিছু টানে?
শৈশবে শাস্ত্রীয় সংগীত শেখা নূপুর বলেন, ‘আমি প্রশিক্ষণপ্রাপ্ত শাস্ত্রীয় সংগীতের শিল্পী। ২০১৭ সালে মুম্বাইয়ে পড়তে এসেছিলাম। কিন্তু আমি গানে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিই। আমি গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতাম। একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ফোন এল। তারা বলল যে আমার ভিডিও তাদের ভালো লেগেছে। তারা আমার অডিশন নিতে চায়। ভেবেছিলাম, গান নিয়ে কথা বলবে। কিন্তু তাদের অফিসে গিয়ে অবাক হয়ে যাই। তারা বলল, আমাকে তাদের ছবির নায়িকা হিসেবে কাস্টিং করতে চায়।’
সেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নূপুর। কিন্তু আলোর মুখ দেখেনি ছবিটি। নূপুরের মতে, তিনি কখনোই নায়িকা হওয়ার স্বপ্ন দেখেননি। কারণ, তিনি মনে করতেন, নায়িকা হিসেবে যে গুণ থাকা দরকার, তাঁর মধ্যে সেসব নেই। মুম্বাই আসার সময় তাঁর ওজন ছিল ৮৩ কেজি। তাঁকে দেখে একজন তখন বলেছিলেন, ‘তোমাকে তো নায়িকার মতো লাগছে।’ সেদিন থেকেই আত্মবিশ্বাসী নূপুর। শুরু করলেন অভিনয়ের কর্মশালা। অবশেষে ফল মিলছে।