বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারতীয় গণমাধ্যমের ‘ভুয়া’ খবরে চটেছেন ওয়াসিম আকরাম

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
ভারতীয় গণমাধ্যমের ‘ভুয়া’ খবরে চটেছেন ওয়াসিম আকরাম

Spread the love

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার ওপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

এ দুটি গণমাধ্যম তাকে নিয়ে ভুয়া খবর প্রকাশ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন এই ইয়র্কার মাস্টার।  

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের বরাত দিয়ে গত ৩০ আগস্ট পিটিআই জানিয়েছিল, পিসিবির চেয়ারম্যান পদে রমিজ রাজাকে মনোনয়ন দেওয়ার আগে ওয়াসিম আকরাম আগ্রহ দেখিয়েছিলেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন তিনি। পিটিআইর বরাতে টাইমস অব ইন্ডিয়াও এ খবর প্রকাশ করে।

ফলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ওয়াসিম আকরাম। এমন ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ৩১ আগস্টে এক টুইটবার্তায় ওয়াসিম আকরাম বলেন, ‘দয়া করে, এ ধরনের খবর ছড়ানো বন্ধ করুন। টাইমস অব ইন্ডিয়া ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র। এসব ভিত্তিহীন সংবাদ প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। পিসিবির চেয়ারম্যানের পদে কাজ করতে কখনই আগ্রহী ছিলাম না আমি।’

এদিকে ক্রিকেট পাকিস্তানসহ বিভিন্ন পাক গণমাধ্যমের খবর— পিসিবির বোর্ড অব গভর্নরের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন রমিজ রাজা। 

ওই খবরের পর রমিজ রাজাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন ওয়াসিম। রমিজের ভূয়সী প্রশংসা করেন তিনি। লিখেছেন, ‘পিসিবির চেয়ারম্যান হতে প্রধানমন্ত্রীর দ্বারা বিওজি সদস্য হিসেবে মনোনীত হওয়ার জন্য রমিজ রাজাকে অভিনন্দন। আমার বিশ্বাস, রমিজ পাকিস্তান ক্রিকেটে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ তার দর্শন ও অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান ক্রিকেটের বড় একটি উত্থান প্রয়োজন এবং তোমার প্রতি আমার সমর্থন আছে।’

সর্বশেষ - প্রবাস

Translate »