সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৬, ২০২১ ৭:৪০ পূর্বাহ্ণ
বিমানবন্দরে পিসিআর ল‍্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশগামী যাত্রীদের জন‍্য দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন‍্য ল‍্যাব বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে আগামী দুই তিনদিনের মধ‍্যে পিসিআর টেস্ট মেশিন বসে যাবে।

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব না থাকায় প্রবাসী শ্রমিকরা বিদেশ যেতে পারছিলেন না। এখন ল‍্যাব স্থাপনের উদ‍্যোগ নেওয়ায় করোনা টেস্ট রিপোর্ট পাওয়া যাবে চার থেকে ছয় ঘণ্টার মধ‍্যে।

এর আগে বিষয়টি বিবেচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না।

পরে গত রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানায় প্রবাসীরা।

এসময় আটকে পড়া প্রবাসিরা বলেন, সরকারিভাবে এ ল্যাব দ্রুত স্থাপন করা না হলে হাজার হাজার প্রবাসী পরিবারকে পথে বসতে হবে। এতে দেশের রেমিট্যান্সের পরিমাণ কমে আসবে।

সর্বশেষ - সাহিত্য

Translate »