মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৭, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

Spread the love

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোতে এখনও বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে চরমপন্থি ইসলামিস্ট গ্রুপগুলো। তবে এখন তারা হামলা চালাবে জৈব-সন্ত্রাসবাদের মাধ্যমে।

৯/১১ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তিকে সামনে রেখে এ মন্তব্য করেন ব্লেয়ার।  খবর আরব নিউজের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল।  সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ব্লেয়ার।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসলামিস্ট সন্ত্রাসবাদ এখনও একটি বড় হুমকি। কিন্তু গত দুই বছরের ঘটনাবলি দিয়ে প্রভাবিত হয়ে ভিন্নভাবে হামলা চালাতে পারে তারা।

‘সন্ত্রাসী হামলা কমে এলেও ইসলামি মতাদর্শ এবং সহিংসতা উভয় দিক থেকেই সন্ত্রাসবাদ একটি প্রধান সারির নিরাপত্তা হুমকি। যদি এটাকে এমনিই ছেড়ে দেওয়া হয়, তা হলে আমরা বহুদূরে থেকেও হামলার শিকার হব, যা ৯/১১-র সময় দেখেছি।’

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ আমাদের প্রাণঘাতী জীবাণুর ব্যাপারে শিখিয়েছে। জৈব-সন্ত্রাস একটা সময় বৈজ্ঞানিক কল্পকাহিনি মনে হতো কিন্তু এখন থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »