এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এডব্লিউইউ) এর উপাচার্যের দায়িত্ব নিয়েছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি রুবানা হক। তিনি এর আগে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপার্সন ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে রুবানা হকের নতুন দায়িত্বপ্রাপ্তির খবর জানানো হয়।
রুবানা হক বলেছেন, ‘আমার কাছে এডব্লিউইউ সবসময় সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। বৃত্তি ও শিক্ষার প্রতি অদম্য অঙ্গীকার, শিক্ষকদের যোগ্যতা আর শিক্ষার্থীদের নিজস্বতা এই প্রতিষ্ঠানকে পুরো এশিয়ার মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।’
উল্লেখ্য, রুবানা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ফেলো তিনি। মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক তিনি।