প্রযুক্তিগত উন্নয়নের জন্য বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের সেবা আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ এ নির্দেশনা দেয়।
অক্টোবরের ১ ও ২ তারিখ শুক্র ও শনিবার। ফলে ব্যাংকিং কার্যক্রম মূলত বন্ধ থাকবে তিন দিন। এর পুরো সময়ে এটিএম ও ডিজিটাল সেবাও বন্ধ থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সব ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে।
এর আগেও প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানান্তরের জন্য সেবা বন্ধ রেখেছিল ব্যাংকটি।