শুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সিরিজ বৈঠক করছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৯:৫৭ পূর্বাহ্ণ
জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সিরিজ বৈঠক করছে: তথ্যমন্ত্রী

Spread the love

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি সব সময়ই জনগণের বিপক্ষে। পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, হরতাল-অবরোধ—এগুলোর মাধ্যমে বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সিরিজ বৈঠক করছে।

আজ শুক্রবার সকালে খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিরিজ বৈঠক নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সিরিজ বৈঠক করছে। বিএনপি এত দিন জনগণের সঙ্গে যে বৈরিতার রাজনীতি করেছে, তা থেকে সরে এসে তারা যদি জনমুখী রাজনীতি করে, তবে দলটির জন্য মঙ্গলজনক হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু পত্রপত্রিকায় দেখলাম, তারা (বিএনপি) সেখানে সরকার পতনের কথা বলেছে, নির্বাচন বর্জনের কথা বলেছে। আসলে এগুলো তারা গত সাড়ে ১২ বছর ধরেই বলে আসছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই পেছনে পড়ে গেছে।’

মন্ত্রী বলেন, বিএনপি সব সময় পেছনের দরজা পছন্দ করে। জিয়াউর রহমান পেছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়াও পেছনের দরজা পছন্দ করেন। এ কারণেই সাড়ে ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই চেষ্টাই তাঁরা করেছেন। এই রাজনীতি তাঁদের জন্য মঙ্গল বয়ে আনবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আদালত থেকে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা থেকে সাজা স্থগিত করেছেন। সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আগামীকালই বাতিল করতে পারে। অতএব বিএনপির উচিত হবে, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো।

এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাকালীন সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেন।

সর্বশেষ - প্রবাস

Translate »