পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার সকালে চীনা প্রকৌশলীবাহী একটি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
এদের মধ্যে চারজন চীনা নাগরিক রয়েছেন। আপার কুহিস্তানে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর স্পুটনিক ও রয়টার্সের।
হাজারা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সকালে আপার কুহিস্তানের দাসু বাঁধ প্রকল্পে ৩০ চীনা প্রকৌশলীকে নিয়ে যাচ্ছিল বাসটি।
এ সময় এতে বোমা হামলা হয়। হামলায় দুই আধাসামরিক বাহিনীর সদস্যও প্রাণ হারান।
আরেকটি সূত্র দাবি করছে, কমপক্ষে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।