বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন ১১ বছর বয়সী স্কুলছাত্রী মালয়েশিয়ার মরিয়ম মুজামির। তিনি স্থল চিংড়ি ও সামুদ্রিক শামুকের খোল থেকে নতুন প্রাণিজ খাদ্য আবিষ্কার করেছেন।
কানাডার টরন্টোতে সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইসিএএন) অংশ নিয়েছিলেন মরিয়ম। তার এই নতুন উদ্ভাবনের নাম দেওয়া হয়েছে ইয়াম ২.০। ইয়াম ২.০ উদ্ভাবনে ৭০টিরও বেশি দেশ থেকে ৬০০ জন অংশগ্রহণকারীকে পিছনে ফেলে বিজয়ী হয়েছেন; যা অংশগ্রহণকারীদের মধ্যে মরিয়মই ছিলেন সর্বকনিষ্ঠ।
মরিয়ম শুধু স্বর্ণপদকই নয়, কানাডার বিশেষ পুরস্কারের পাশাপশি ২০২১ সালের সেরা ইয়াং ইভেন্টের পুরস্কারও পেয়েছেন তিনি। এত অল্প বয়সে ক্রাস্টেসিয়ান সেল থেকে প্রাণিসম্পদ আবিস্কারে মার্কিন টক শো, দ্য লেট শো উইথ জেমস কর্ডেনেও তুলে ধরার পাশাপাশি কর্ডেন তার প্রশংসাও করেছেন।
মালয়েশিয়ার কুয়ান্তান, পাহাংয়ের এসকে (পি) মেথডিস্টের ছাত্র মরিয়ম। ইয়াম ২.০ আবিস্কারের জন্য ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। মরিয়মের এ অর্জনে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন।