ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা। পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই মডেল। তাই পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি করেনও তাই!
নিজের বিশেষ দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপন করেন ক্রিস। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো তার ছবিও ভাইরাল হয়েছিল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন তিনি। তবে সেসব মোটেও আমলে নেননি এই মডেল। তবে সোশ্যাল মিডিয়ায় করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে অনুরোধ জানান।
জানা যায়, আবর শেখ ক্রিসকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) যৌতুক দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন তিনি। তবে তার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন ক্রিস।