শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৬:০৮ পূর্বাহ্ণ
প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা

Spread the love

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডারের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন কয়েক বছর ধরে শোনা যাচ্ছে। শুধু ছবিতে নয়, নিয়মিত তাদের দেখা যায় শুটিং সেটের বাইরেও।

তাই দক্ষিণ ভারতের দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। এমনকি কিছুদিন আগে তাদের বিয়ের গুজবও শোনা যায়।

বিজয়ের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি রাশমিকা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টুডের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে ভালোবাসা হলো একের প্রতি অন্যের সম্মান, সময় দেওয়া। এটা তখনই হবে, যখন আপনি তার সঙ্গে নিরাপদ বোধ করবেন। ভালোবাসা বোঝানো কঠিন, কারণ এটা অনুভবের বিষয়। ভালোবাসা তখন হয়, যখন দুই পক্ষ থেকেই সেটা কাজ করে।’

বিজয় প্রসঙ্গে এড়িয়ে গেলেও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন রাশমিকা। বলেন, ‘বিয়ের জন্য আমার বয়স এখনো কম, তাই কবে বিয়ে করব বলা মুশকিল। বিয়ে নিয়ে ভাবিইনি। তবে এটা বলতে পারি, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব, তাকেই বিয়ে করতে চাই।’

এ বছরই রাশমিকার বলিউড অভিষেক হওয়ার কথা। তবে তারও আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত তেলেগু ছবি, ‘আদাভালু মিকু জোহারলু’।

সর্বশেষ - প্রবাস