বৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৭, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

Spread the love

অবৈধভাবে বসবাসরত ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মান সরকার।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মান সরকারের চাপের মুখে আটককৃত ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাতে হচ্ছে। তবে জার্মানি থেকে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে।

আগামী ২৬ অক্টোবর প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷ ফেরত পাঠানোর দিনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে থাকবে কমপক্ষে জার্মানির ১৫০ জনের বিশেষ একটি বাহিনী।

ইতোমধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছেন বলে জানান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠাতে এই কঠিন সিদ্ধান্ত।

সর্বশেষ - প্রবাস