সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীলংকার লিগ ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১১, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
শ্রীলংকার লিগ ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

Spread the love

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬৯৯ জন তারকা ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। 

যেখানে নাম এসেছে বাংলাদেশের ৮ জন ক্রিকেটারের। 

তারা হলেন- টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, পেসার তাসকিন আহমেদ, ওপেনার ইমরুল কায়েস, স্পিনার মেহেদী হাসান, স্পিনার সোহাগ গাজী, পেসার শফিউল ইসলাম, পেসার এবাদত হোসেন এবং তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

এদিকে এলপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ ও ফখর জামানের মতো তারকারা।

ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেমার রোচ, শাই হোপ এবং কাইরন পাওয়েলের নামও রয়েছে প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধনে।

আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে শ্রীলংকার এই টি-টোয়েন্টি লিগ ২৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ৬জন করে বিদেশি ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবেন। সেক্ষেত্রে ৫ দলে সুযোগ পাবেন সর্বসাকুল্য ৩০ জন বিদেশি তারকা।  প্রতিটি দল প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪জন বিদেশিকে খেলাতে পারবে। 

সর্বশেষ - প্রবাস