ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যারি এবং মেগান মার্কেল। সম্প্রতি খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্রে একটি বিনিয়োগ ফার্মে যোগ দিয়েছেন তারা। এই ফার্মে তারা বড় অঙ্কের বিনিয়োগও করেছেন তবে তার পরিমাণ জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ফার্মটির নাম এথিক। গতকাল মঙ্গলবার এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারিও মার্কেল ফার্মটিতে ‘ইমপ্যাক্ট পার্টনারস’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এথিক গ্রাহকদের পরামর্শ দেয়, কীভাবে তাদের অর্থ আরও টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেয়।
নতুন চাকরি সম্পর্কে হ্যারি ও মার্কেল বলেছেন, তারা আশা করছেন যে এথিকের সঙ্গে তাদের অংশীদারিত্ব আরও অধিকসংখ্যক তরুণদের টেকসই কোম্পানিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করবে।