শুক্রবার , ১৫ অক্টোবর ২০২১ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালিতে স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের ভার্চুয়াল সভা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৫, ২০২১ ৫:৫৮ পূর্বাহ্ণ
ইতালিতে স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের ভার্চুয়াল সভা

ইতালি প্রবাসীদের মুখপাত্র স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় মনফালকনে পাঠক ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেওয়া হয় ভার্চুয়াল এ সভায়।

সভায় সভাপতিত্ব করেন স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল। সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মামুন আল রশিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। তিনি যুক্তরাজ্য স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের বর্তমান সভাপতি ও ত্রেনেতো ইতালি স্বদেশ-বিদেশ পাঠক ফোরামের সাবেক সভাপতি। অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের উপদেষ্টা এম এ রব মিন্টু এবং পরিচালক হাবিবুর রহমান শহিদ।

ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ইকবাল হোসেন। তিনি বলেন, মনফালকন স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একত্রিত হয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসময় অতিথিরা স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ভার্চুয়াল সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রবাসে স্বদেশ-বিদেশ পত্রিকা কিভাবে প্রকাশিত হয় তার বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সর্বশেষ - সাহিত্য