তোমার মাথার ওপর পল্লবহীন বৃক্ষ
আকাশে পুষ্ট ঈগল
তুমি আছো তার ছায়ায়, ভাবো
ওরাইতো আমার পাহারাদার।
আদতে ওদের চোখ , তোমার পিঁড়িতে
তোমার বসত ভিটায়।
এক লহমায় কেড়ে নিতে
উদ্যত যখন-তখন।
তোমার দুয়ারে গড়ায় নিবাক আর্তেরা
তুমি হাসো তাচ্ছিল্যে, ভাবো
ওরা মরে গেলে শান্তি পেতাম।
মাঝে মাঝেই হাঁকাও চাবুক
অট্রহাসিতে ফেটে পড়ে
শেকড়হীন বিছুটি গাছ আর পুষ্ট ঈগলেরা
যাদের একদিন রাস্তা থেকে
তুলে এনেছিলে তুমি নিজেই।
একদিন পত্রশূন্য গাছ হবে নিউবিয়ান ট্রি
যে তোমাকে গিলে খাবে,
তোমার চোখ উপড়ে নেবে
ঈগল হবে রাজশকুন
তোমার ঘাড়ে নিয়ত নিশ্বাস ফেলবে
তুতেন খামেনের অতৃপ্ত আত্মা।
সাজ্জাদ রাহমান
১৯.১০.২১