প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্স (বাণিজ্য সম্মেলন)।
৫ নভেম্বর কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হল রুমে এ সম্মেলন হবে। এটা আয়োজন করেছে কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
আয়োজকরা জানান, ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এ কনফারেন্স। এছাড়া এর আরেকটি লক্ষ্য হলো গালফ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা।
কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এম সাইফুল আলম জানান, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরাও কনফারেন্সে অংশ নিচ্ছেন।