ভারতের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। এমন লজ্জার হারের পরও ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি কোলাকুলি করেছেন, হাসিমুখে কথা বলেছেন।
বিশ্বকাপে পাকিস্তানের কোচ সাকলায়েন মুশতাক এটিকে দেখছেন ‘শুভ লক্ষণ’ হিসেবে। বিশ্বকাপের ফাইনালেও আরেকটি ভারত-পাকিস্তান লড়াই চান তিনি। তার মতে, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শুক্রবার রাতে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পাকিস্তানি কোচ বলেছেন, ‘ভারতকে একবার হারিয়েছি দেখে যে তাদের ফাইনালে চাচ্ছি, এমন নয়। তারা অনেক শক্তিশালী দল।’
তিনি আরও যোগ করেন, ‘আর ওই ম্যাচ শেষে কোহলি, ধোনি এবং আমাদের খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই বার্তাই দিয়েছে যে আমরা সবাই মানুষ। এজন্য তাদের স্যালুট। এটা শুধুই একটা খেলা। ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনাল হলে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে।’
শিরোপা জিততে হলে নিজেদের সেরাটা দেওয়ার পক্ষে জোর দিয়েছেন পাকিস্তানি কোচ, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে প্রতিপক্ষের কথা ভাবলে চলবে না। আপনার পরিকল্পনার দিকে নজর দিতে হবে। আমি বিশ্বাস করি, দৃঢ়প্রতিজ্ঞ হওয়া কিংবা ম্যাচের পরিকল্পনা আপনার হাতে রয়েছে- ম্যাচের ফলাফল না।’