নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রধান উপদেষ্টা যে সময়ে বলেছেন ঠিক সেই সময়ে হবে, একটা দিনও পেছানো হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা জানান।
জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের প্রধান উপদেষ্টা যে সময়ে বলেছেন, ঠিক সেই সময়ে হবে ,একটা দিনও পিছানো হবে না। নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোন নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।
তিনি গোপালগঞ্জের ঘটনার বিষয়ে বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যারা সেই দিন ভায়লেন্সে জড়িত ছিলেন। আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এরেস্ট হচ্ছে এবং অনেকে বলছেন সেখানে ইউম্যান রাইটস ভায়লেন্সস, আমরা সমস্ত সাংবাদিকদের বলবো আপনারা গোপালগঞ্জ ভিজিট করেন দেখেন। আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে আইন অনুসারে করছি বলে উল্লেখ করেন।
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন গুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে।
প্রেস সচিব বলেন, এটা (নির্বাচন) আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০ এর পরে যাবে না।
উল্লেখ্য, দ্য নেক্সট ওয়েভ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ ,উদ্যোক্তা এ কে এম লুৎফুর রহমান, ফকির গ্রুপের সিএইচআরও সুমন কান্তি সিংহ, গবেষক মোহাম্মদ জাকির হোসেন, পিসি বিল্ডার্সের চিফ এডিটর. অনন্য জামান, এআই ইন্জিনিয়ার নাঈম হাসানসহ ১১জন।