সৌদি আরবের পূর্বাঞ্চলে রাস্তায় প্রকাশ্যে নারীকে মারধর করায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এ ব্যাপারে পূর্বাঞ্চলীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল শেহরি জানান, দাম্মামের আল-খোবার শহরের রাস্তায় প্রকাশ্যে এক নারীকে মারধর করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তির পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।
প্রকাশ্যে নারীকে মারধরের অভিযোগের বিষয়টি বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সৌদি আরবে প্রকাশ্যে নারীদের হেনস্তার নজির খুব বেশি নেই। এর আগে চলতি বছরের আগস্টে প্রকাশ্যে এক নারী চিকিৎসককে চড় মারার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়।