বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ার বিরুদ্ধে এবার জাপানের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
রাশিয়ার বিরুদ্ধে এবার জাপানের নিষেধাজ্ঞা

Spread the love

ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার জাপানও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার সরকারি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। খবর আল জাজিরা ও বিজনেস টুডের। 

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।

কিশিদা বলেন, জাপানে জ্বালানির মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জ্বালানি পরিস্থিতির ওপর তাৎক্ষণিক বড় ধরনের নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। 

এ থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাশিয়ার এ কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

সর্বশেষ - প্রবাস