সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেলেন আন্দোলনরত প্রবাসীরা

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

Spread the love

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ৫ জনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যমুনায় গেছেন। এ মুহূর্তে তারা অভ্যর্থনা কক্ষে অবস্থান করছেন। সাক্ষাতের পর কী সিদ্ধান্ত হয় সেই অপেক্ষায় আছেন আন্দোলনরত প্রবাসীরা।

এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তারা দাবি করেন, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নেমেছিলেন, এতে অনেকে আহত ও গ্রেফতারের শিকার হোন।

একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই- এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানান তারা।

এ আন্দোলনে প্রতিনিধিদলে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনও দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতারও হচ্ছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »