শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সবাই জমি-ক্ষমতা পেতে ব্যস্ত, বিচারে ফোকাস নেই: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

Spread the love

সবাই জমি-ক্ষমতা পেতে ব্যস্ত, বিচারে ফোকাস নেই: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সময়ে এসে কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাবার জন্য ব্যস্ত, কেউ পদ-পদবি পেতে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত, কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের ওপর যে পরিমাণ চাপ প্রয়োজন ছিলো সেদিকে আপনারা ফোকাস করেননি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনারা যত বেশি চাপে রাখবেন, আমরা তত বেশি এই বিষয়টাকে (বিচার) সামনের দিকে এগিয়ে নিতে দৃঢ় চেষ্ট থাকবো। আপনারা যত বেশি অতন্দ্র প্রহরীর মত দায়িত্ব পালন করবেন আমরা রাষ্ট্রকে এবং জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে ততবেশি এজেন্ডাভিত্তিক সাহসিকতা নিয়ে এগিয়ে যাবো।

ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া যৌক্তিক কোন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরুহ।

বিচারের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা কম হওয়ায় হতাশা প্রকাশ করে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যাশা ছিলো চ্যালেঞ্জের জায়গাটা কি সেটা আমাদের বলবেন। আমরা যেনো যৌক্তিক সমাধানের জায়গায় যেতে পারি সেটা সুনির্দিষ্টভাবে আমরা পাইনি।

তিনি বলেন, আমার কাছে চ্যালেঞ্জের প্রধান জায়গাটা হলো, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আমরা রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই লক্ষ, সেই ইস্পাত কঠিন দৃঢ়তা, সেই ঐক্যটাতে যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রধান চ্যালেঞ্জ।

 

 

সর্বশেষ - প্রবাস