মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মা হওয়ার গুঞ্জনে যা বললেন কাজল

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৯, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
মা হওয়ার গুঞ্জনে যা বললেন কাজল

Spread the love

 বিনোদন ডেস্ক 

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ভালোবেসে তার দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন।  ২০২০ সালের অক্টোবরে তারা বিয়ে করেন। করোনার কারণে কাছের বন্ধু ও আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান হয়। বিয়ের পরই তারা হানিমুনে যান। সম্প্রতি গুঞ্জন উঠেছে কাজল প্রথম সন্তানের মা হতে চলেছেন। সিনে পাড়ায় এ নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। আবার কেউ কেউ এ দম্পতির প্রথম সন্তান হবে-এই খবরে অগ্রিম শুভেচ্ছা পাঠিয়েছেন। খবর টলিউড নেটের। 

তবে এ নিয়ে শেষমেষ মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের নীরবতা ভাঙলেন। 

মাগাধিরা খ্যাত এ অভিনেত্রী বলেন, আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলবো না। যখন সঠিক সময় হবে তখনই বলব।

কাজল জানান, তার বোন নিসার সন্তান হওয়ার বিষয়টি তিনি কাছাকাছি থেকে দেখেছেন। এটি তাকে মা হতে উদ্বুদ্ধ করে বলেও তিনি দাবি করেন।

তার বোনের সন্তান হওয়া নিয়ে এ অভিনেত্রী বলেন, এটি আমাকে উচ্ছ্বসিত করে, কিন্তু একই সময় নার্ভাসও করে ফেলে। তার জীবন কীভাবে পাল্টে গেছে তা দেখেছি। সে এখন পরিপূর্ণ। আমি মনে করি মাতৃত্ব একটি অসাধারণ অনুভূতি। জীবনের এই পর্যায়ে মানুষ আত্ম উপলব্ধি করে। 

কাজল বলেন, আমার দুই ভাগনেকে দিয়ে ইতিমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছি। তারা হলো-কবির ও ইশান। 

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ৩ বছর বিরতি দিয়ে ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি তামিল সিনেমা দিয়ে ফের রূপালি পর্দায় ফেরেন। সিনেমাটি ব্যবসাসফল হয়।

তবে‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগাধিরা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কাজল। 

বলিউডে ২০১১ সালে রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করে সবার প্রিয় মুখ হয়ে ওঠেন কাজল। ২০১৩ সালে ‘স্পেশাল ২৬’ এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন।

সবমিলিয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫০টির বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন কাজল। এদের মধ্যে  ‘সিংহাম’, ‘মাগাধিরা’ছাড়াও তার জনপ্রিয় ছবিগুলো হচ্ছে – মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস।

সর্বশেষ - প্রবাস

Translate »