মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নামাজের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্র বন্ধ থাকবে

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

Spread the love

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজান ও নামাজের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের পাঁচ মিনিট আগে থেকে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে পূজা উৎযাপন পরিষদের নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে মোট পূজামণ্ডপের সম্ভাব্য তালিকা এখন পর্যন্ত ৩২হাজার ৬৬৬টি। এ সংখ্যা আরো বাড়বে। ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি এবং উত্তর সিটিতে ৮৮টি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। নির্মাণকালীন থেকে শুরু করে সার্বিক নিরাপদ। অশুভ তৎপরতা রোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন, দিনে দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন।

সর্বশেষ - প্রবাস

Translate »